উপকরণ :
১ কাপ চিনি
১ কাপ গুড়া দুধ
১ চা চামচ এলাচ গুঁড়া
৪ টেবিল চামচ ঘি বা মাখন
৫-৬ টুকরা বাদাম
৫-৬ টুকরা করা পেস্তা বাদাম
প্রণালী :
ডিম এবং চিনি এবং এলাচ গুড়া কাঁটা চামচ দিয়ে ভালভাবে মেশান | 
তারপর এতে গুড়া দুধ দিয়ে ভালো করে মেশান |
একটি পাত্রে  ঘি দিয়ে তাতে ডিমের মিশ্রণ দিন ও ৫-৮ মিনিট ধরে মধ্যম  আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না ডিম সেদ্ধ হয় |
যখন ঘি উপরে উঠে আসতে থাকবে তখন আগুন থেকে নামিয়ে নিন ও পরিবেশন পাত্রে ঢালুন |
পেস্তা ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন |
Ingredients :
4 Eggs
1 cup Sugar
1 cup Khoya or Powder Milk
1 tsp Green Cardamom powder
4 tbsp Ghee or butter
5-6 Chopped Almonds
5-6 Chopped Pistachio
Method :
Mix the eggs and sugar and cardamom’s powder together with a fork. 
Now powder milk in it and mix well.
Heat ghee in a pan. 
Pour the egg mixture and stirring all the time fry on medium heat for 5-8 minutes until the eggs are cooked. 
When it start leaving ghee, remove from fire and transfer to a serving plate.
Decorate it with chopped almonds and pistachios and serve.
No comments:
Post a Comment