উপকরণ :
মুরগীর রান    ৬-৭ টা
 তেল  ১ টেবিল চামচ
 লাল মরিচ   ৪-৫ টা  (গোটা)
 লবন  স্বাদমত
 পেঁয়াজ  ১ টা 
 রসুন কোয়া   ৪ টা 
 চিনি ১/২ চা চামচ
 লেবুর রস  ১/৪ কাপ
 প্রণালী :
 মুরগীর রানগুলো বাদ দিয়ে বাকি সব উপকরণ একসাথে blender  এ দিয়ে একটি মসৃন  মিশ্রণ তৈরী করুন |
 একটি পাত্রে  মিশ্রনের সাথে মুরগীর টুকরোগুলো মিশিয়ে  সারারাত রেখে দিন  |
 পরের দিন সকালে  ওভেনকে  ৩৫০ ডিগ্রী  সেলসিয়াস এ   pre  heat  করুন  |
 বেকিং ডিসে   ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে  ওভেন এ ৩০ মিনিটের জন্য মুরগীর  টুকরোগুলো দিন |
 এরপর  ফয়েল পেপার সরিয়ে আরো  ১৫-২০ মিনিট  স্বর্ণালী বর্ণ ধারণ করা পর্যন্ত  bake   করুন |
 ওভেন থেকে বের করে সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন |
Ingredients :
6-8 leg pieces of chicken.
1 tbsp oil
4-5 whole red chili
salt as taste.
1 onion
4 cloves of garlic
1/2 tsp sugar
1/4 cup lemon juice
Method :
Leaving out the chicken blend the rest of the ingredients to a fine paste.
In a bowl marinade the chicken over night.
Next morning pre heat oven to 350 degree celcius .
Put the marinated chicken in a baking dish, cover with a foil and bake for 30 minute.
Remove the foil and bake for 15 -20 min until golden.
Remove from heat and serve with salad.
Ingredients :
6-8 leg pieces of chicken.
1 tbsp oil
4-5 whole red chili
salt as taste.
1 onion
4 cloves of garlic
1/2 tsp sugar
1/4 cup lemon juice
Method :
Leaving out the chicken blend the rest of the ingredients to a fine paste.
In a bowl marinade the chicken over night.
Next morning pre heat oven to 350 degree celcius .
Put the marinated chicken in a baking dish, cover with a foil and bake for 30 minute.
Remove the foil and bake for 15 -20 min until golden.
Remove from heat and serve with salad.
No comments:
Post a Comment