উপকরণ :
 গরুর মাংস ১ কেজি
 আদা বাটা  দেড়  টেবিল চামচ
 রসুন বাটা দেড় টেবিল চামচ
 টক দই  দেড় চা চামচ
 গরম মসলা  প্রতিটি  ২ টা করে 
 তেজপাতা  ২ টা
 লবন স্বাদমত
 মরিচ গুড়া ১ চা চামচ 
 গোল মরিচ গুড়া আধা চা চামচ
 দুধ আধা কেজি
 সরিষার তেল ৩ চা চামচ
 জিরা গুড়া ১ চা চামচ
 চাল ১ কেজি
 কিশমিশ  ১০-১২ টা 
 আস্ত কাঁচা মরিচ ৫ টা
 আলু বোখরা পরিমানমত
 কাঠ বাদাম কুচি ১ চা চামচ
 প্রণালী :
 সব মসলা দিয়ে মাংস রান্না করে আলাদা করে রাখুন |
 এবার চাল দেড় কেজি গরম পানি, লবন, সরিষার তেল, ১০০ গ্রাম গরম মসলা এবং ঘি দিয়ে  হালকা দমে রাখুন |
 পোলাও রান্না হবার পর মাংস, কাঁচা মরিচ, আলু বোখরা, কিশমিশ,  দুধ দিয়ে ভালোভাবে নেড়ে কাঠ বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন |
No comments:
Post a Comment