উপকরণ :
রুই বা ইলিশ বা ভেটকি  মাছ   ৫০০ গ্রাম
 দই    ১০০ গ্রাম
 হলুদ গুড়া ১/২ চা চামচ
 সর্ষে বাটা ১ টেবিল চামচ
 কাঁচামরিচ  ৪-৫ টা 
 লবন স্বাদমত 
 তেল ২ টেবিল চামচ
 প্রণালী :
 তেল গরম হলে কড়াইতে দই এ সর্ষে বাটা মিশিয়ে ঢেলে দিন |
 হলুদ দিন একটু নাড়াচাড়া করে লবন, হলুদ মাখা মাছ দিন |
 সামান্য পানি দিন |
 লবন দিন |
 মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন |
No comments:
Post a Comment