উপকরণ :
ইলিশ মাছ ১ টা
পেঁয়াজ বাটা সিকি কাপ
 মরিচের গুড়া ১ চা চামচ
 জিরা বাটা ১ চা চামচ
 জাফরানের রং সামান্য
 সয়াবিন তেল   ৩-৪ কাপ
 লবন পরিমানমত
 চিনি ১ চা চামচ
 কাঁচা মরিচ ৫-৬ টা
 পেঁয়াজ কুচি ১ কাপ
 হলুদের গুড়া ১ চা চামচ
 নারকেলের দুধ  ১ কাপ
প্রণালী :
প্রণালী :
মাছ বড় টুকরা করে কেটে হলুদ ও লবন মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে |
 আনারস কুড়িয়ে নিতে হবে |
 গরম তেলে পেঁয়াজ কুচি ভাজতে হবে  |
 পেঁয়াজ নরম হয়ে এলে বাটা মসলা কষিয়ে মাছ দিতে  হবে |
 ৫-৬ মিনিট পর মাছ তুলে আনারস দিয়ে কষাতে হবে  |
 ১ কাপ পানি দিতে হবে  |
 এরপর লবন ও চিনি দিতে হবে  |
 পানি শুকিয়ে গেলে নারকেলের দুধ দিতে হবে  |
 ফুটে উঠলে মাছ ও কাঁচামরিচ দিতে হবে  |
 তেলের ওপর এলে নামাতে হবে  |
সাজিয়ে পরিবেশন করুন |
সাজিয়ে পরিবেশন করুন |
No comments:
Post a Comment