Monday, May 2, 2011

BAEL BEVERAGE - বেলের শরবত






উপকরণ :

বেল ১
চিনি পরিমানমত
বরফ কুচি প্রয়োজনমত
পানি প্রয়োজনমত

প্রণালী :

বেল ফাটিয়ে চামচের সাহায্যে ভেতরের নরম অংশ বের করে নিন|
তারের চালনি দিয়ে বীজ গুলো আলাদা করে নিন |
তারপর blender এ দিয়ে সাথে চিনি ও বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে ঠান্ডা পরিবেশন করুন |



Ingredients :

1 bael
sugar as needed
crushed ice as needed
water as needed

Method :

Extract the pulp of the bael fruit with help of spoon.
Pass through a sieve for removing seeds.
Then add pulp sugar and water in blender and blend well.
Serve chilled.