Wednesday, June 30, 2010

ফিস কেক



উপকরণ :


ভেটকি মাছ ১/২ কেজি
ডিম ১ টা
বরবটি কুচি ৩/৪ কাপ
লেবু পাতা কুচি ৬ টা
চিনি ১ চা চামচ
লবন স্বাদমত
ভেজেটেবল তেল ভাজার জন্য

প্রণালী :

মাছটাকে ছোট টুকরো করে কাটুন এবং blender এ দিয়ে পেস্ট বানান |
এখন ১ টি পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মেশান |
হাত দিয়ে পিষে পিষে মিশ্রণটাকে আঠালো বানান এবং ২ ইঞ্চি চওড়া ও ১/২ ইঞ্চি পুরু গোলাকার কেকের আকার দিন |
কড়াইতে তেল উচ্চ তাপে গরম দিন |
এখন ফিস কেক গুলোকে তেলে ছেড়ে উভয় পাশে বাদামী করে ভাজুন |
সালাদে বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন |




Ingredients :


½ kg fresh vetki fish
1 egg
3/4 cup finely sliced kidney beans
6 fresh lime leaves, finely sliced
1 teaspoon sugar
salt as taste
vegetable oil for frying

Method :

Cut the fish into small pieces, then grind it up in a blender and pestle until it's a paste.
Transfer to a large mixing bowl, and add the rest of the ingredients (except the oil).
Using your hands, knead the mixture until sticky enough to form it into a disc about 2 inches wide and 1/2 inch thick.
Heat oil in a frying pan at high heat.
Add fishcakes and fry until golden brown on both sides.
Remove with a slotted spoon and drain on paper towels.
Serve hot with salad or sauce.

Sunday, June 27, 2010

থালি



কাটা মসলার মাংস

উপকরণ :

গরুর/খাসির মাংস দেড় কেজি, মাঝারি আকারের আলু আটটি, পেঁয়াজ মিহি কুচি দুই কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, আদা মিহি কুচি দুই টেবিল চামচ, তেজপাতা তিনটি, লবণ পরিমাণমতো, আধা ভাঙা গোলমরিচ এক চা-চামচ, লবঙ্গ ছয়টি, দারচিনি চার টুকরা, সরিষার তেল পৌনে এক কাপ, এলাচ ছয়টি, চিনি দুই চা-চামচ, টক দই এক কাপ, শুকনো মরিচ চার টুকরা করে কাটা ৮-১০টি।

প্রণালী :
মাংস টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে এক ঘণ্টা রাখতে হবে। মাঝেমধ্যে নাড়তে হবে | মাংস গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। আলু ছোট টুকরা করে তেলে ভেজে মাংসে দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে ঝোল কমে এলে এক টেবিল চা, লেবুর রস ও আট-নয়টি কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। কাটা মসলার মাংস গরম ভাত, ভুনাখিচুড়ি, পরোটা ও রুটির সঙ্গে পরিবেশন করা যায়।

পাঁচমিশালি ডালের খিচুড়ি
উপকরণ :
কাটারিভোগ চাল চার কাপ, দারচিনি ৪ টুকরা, মাষকলাইয়ের ডাল আধা কাপ, চিনি আধা চা-চামচ, মসুর ডাল আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ, ছোলার ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, রসুন বাটা ১ চা-চামচ, মটর ডাল আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া দুই চা-চামচ, তেজপাতা চারটি, পেঁয়াজ কুচি আধা কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ফালি ৮-১০টি, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, তেল আধা কাপ, পানি ১২ কাপ।

প্রণালী :
চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। খিচুড়ির হাঁড়িতে ঘি, কাঁচামরিচ, চিনি বাদে তেল দিয়ে বাকি সব উপকরণ মাখিয়ে গরম পানি দিয়ে চুলার ওপর ঢাকনায় ঢেকে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন হাঁড়ির তলায় না লাগে। খিচুড়ির পানি কমে এলে চিনি, ঘি ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

পটোলচেরা ভাজি
উপকরণ :
পটোল ২৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৩-৪টি, তেল আধা কাপ।

প্রণালী :
পটোলের দুই ধার কেটে চেঁছে নিয়ে চিরে নিতে হবে। পটোলে হলুদ, লবণ মাখিয়ে গরম তেলে মৃদু আঁচে ভাজতে হবে। পটোল গরম হলে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নামাতে হবে।

পোস্তোদানা-ডিম-বেগুনের ভর্তা

উপকরণ :
বড় গোল বেগুন ১টি, ডিম ২টি, পোস্তোদানা সিকি কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মিষ্টি দই ২ টেবিল চামচ।

প্রণালী :
বেগুন ধুয়ে সামান্য চিরে নিয়ে বেগুনের গায়ে তেল লাগিয়ে পোড়াতে হবে। মাঝেমধ্যে উল্টিয়ে দিতে হবে, যেন সব দিকে সমানভাবে পোড়ে। বেগুন পোড়ানো হলে পানিতে রেখে খোসা ছিলে বেগুন চটকিয়ে নিতে হবে। পোস্তোদানা কাঠখোলায় অল্প আঁচে টেলে বেটে নিতে হবে। পেঁয়াজ কুচি ও ঘি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেখে রাখতে হবে। ঘি গরম করে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব মিশ্রিত বেগুনভর্তা দিয়ে কিছুক্ষণ কমিয়ে নামাতে হবে।

ডিমের গোলায় বেগুন ভাজি

উপকরণ :
গোল বেগুন ৫০০ গ্রাম, বড় ডিম ২টি, ময়দা আধা কাপ, হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি সিকি কাপ, কাঁচা মরিচ ফালি ৪টি, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।

প্রণালী :
বেগুন ধুয়ে পানি ঝরিয়ে চাক করে কেটে নিতে হবে। ডিম ফেটিয়ে ময়দা, লবণ, হলুদ ও মরিচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্রয়োজনে অল্প পানি দিয়ে গোলা করতে হবে । তেল গরম করে বেগুন ময়দার গোলায় চুবিয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে। বেগুন ভাজির তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ বাদামি রং করে ভেজে বেগুন ভাজির ওপর ছড়িয়ে দিতে হবে।

পায়েস
উপকরণ :
পোলাওয়ের চাল আধা কাপ, কনডেন্সড মিল্ক ১টি, গরুর দুধ দেড় লিটার, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ, গোলাপ পানি ১ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, দারচিনি ৪ টুকরা।

প্রণালী :
চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে আধা ভাঙা করে নিতে হবে। জাফরান গোলাপ পানিতে ভিজিয়ে ঢেকে রাখতে হবে। চাল ও দুধ একসঙ্গে মিলিয়ে চুলায় দিতে হবে। ফুটে উঠলে দারচিনি দিয়ে ঘন ঘন নাড়তে হবে। চাল সেদ্ধ হয়ে দুধ শুকিয়ে এলে কনডেন্সড মিল্ক দিতে হবে। গোলাপ পানিতে ভেজানো জাফরান, কিশমিশ দিতে হবে। চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে পেস্তা বাদাম কুচি মাওয়া গুঁড়া দিতে হবে। ঠান্ডা করে রেফ্রিজারেটরে রাখতে হবে।

কলমি শাক ভাজি
উপকরণ :
কলমি শাক আধা কেজি, খোসা ছাড়ানো মাঝারি আকারের চিংড়ি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, মরিচ ফালি করা ৭-৮টি, তেল ২ টেবিল চা, লবণ পরিমাণমতো।

প্রণালী :
কলমি শাক ডাঁটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে। গরম তেলে রসুন কুচি, পেঁয়াজ, চিংড়ি ও কাঁচামরিচ দিয়ে অল্প জ্বালে ভাজা ভাজা করে নামাতে হবে |




Chopped Spice Meat
Ingredients :
1 ½ kg beef/mutton, 8 potatoes, 2 cup chopped onion, 1 tbsp chopped garlic, 2 tbsp chopped ginger, 3 bay leaves, salt as taste, 1 tsp half crushed peeper, 6 cloves, 4 Cinamon, ¾ cup mustered oil, 6 cardamom, 2 tsp sugar, 1 cup sour yogurt, 8-10 dry red chili

Method :
Wash and drain the meat pieces and place a side for an hour after mix all the ingredients. Stir regularly. Add warm water and put the lid in low heat. Add fried chopped potatoes in it. Add 1 tbsp lemon juice and dry red chili when meat become tender and curry become less. Cook for some minute and take out from heat.

Mixed Lentil Khichuri
Ingredients :
4 cup kataribhog rice, 4 Cinamon, ½ cup mashkolai lentil , ½ cup red lentil, 4 tbsp clarified butter, ½ cup chola lentil, ½ cup moog lentil, 1 tsp garlic paste, ½ cup motor lentil, 1 tsp ginger paste, 2 tsp ground turmeric, 4 bay leaves, ½ cup chopped onion, salt as taste, 8-10 green chili sliced, 8-10 intact green chili, oil ½ cup, water 12 cup

Method :
Wash and drain rice and lentil. In a pan mix all the ingredients except clarified butter, green chili and sugar, cook adding warm water put the lid on. Stir in the mean time. Need to be careful that it doesn’t get burn. Add clarified butter, green chili and sugar when the water become dry. Take out from heat after cooking some minute.

Fried Pointed Gourd
Ingredients :
250 gram Pointed Gourd, salt as taste, a pinch of ground turmeric, 2 tbsp chopped onion, 3-4 green chili, ½ cup oil

Method :

Cut down the both side of Pointed Gourd. Mix with turmeric and salt and fried in mid heat. When it become hot then add onion and green chili and take out after frying sometime.

Mashed Poppy Seeds-Egg-Brinjal
Ingredients :
1 big round brinjal, 2 egg, ¼ cup poppy seeds, 4 tbsp chopped onion, 1 tbsp chopped green chili, 3 tbsp clarified butter, salt as taste, 2 tbsp sweet yogurt

Method :
Wash and add oil on the body of cloven the brinjal and burn. need to burn properly in every side of the brinjal. After burn put it on the water and peeled and mashed. Poppy seeds need to be friend in pan then grind. Miz all the ingredients except clarified butter and chopped onion. Make brown the onion in clarified butter and add with the rest.

Fried Brinjal in Whisked Egg
Ingredients :
500 gram round brinjal, 2 egg, ¼ cup flour, little ground turmeric, little ground chili, ¼ cup chopped onion, 4 cloven green chili, oil for fry

Method :
wash and cut the brinjal in round shape. After whisked the egg add flour, salt, ground turmeric and chili powder with it and make little thick batter. Add some water if needed. Dip the brinjal piece in it and fry it till brown. Pour the fried brown onion and green chili over the fried brinjal.

Rice Pudding
Ingredients :
½ cup pilau rice, 1 condensed milk, 1 ½ liter milk, 2 tbsp chopped pistachio, ½ tsp saffron, 1 tbsp rose water, 2 tbsp raisins, 4 pieces cinnamon

Method :
Put the rice in the water and drain and make half crushed. Put the saffron in rose water covered. Put the rice and milk on the heat. When it become simmer then add cinnamon and keep stir. When the rice cooked and milk become dry then add condensed milk. Add saffron and raisins. Pour the chopped pistachio after taking out from heat . put it in freezer after cool.

Fried Watercress
Ingredients :
½ kg watercress, 3 tbsp shelled and deveined shrimp, 1 tbsp chopped garlic, 1 tbsp chopped onion, 7-8 cloven chili, oil as needed, salt as taste

Method :
Take the watercress leaves and make wash and clear by water. in pan put the all ingredients and fry in low heat and serve.

আম দুধের পায়েস



উপকরণ :

তরল দুধ ১ লিটার
কনডেন্স মিল্ক ১ টিন
চালের গুঁড়ো আধা ভাঙ্গা ১ কাপ
ফজলি আম টুকরো করা ২ কাপ
এলাচ দানা আধা চা চামচ

প্রণালী :

প্রথমে দুধ ও চালের গুঁড়ো এক সাথে জ্বাল দিতে হবে |
ঘন হয়ে গেলে তখন কনডেন্সড মিল্ক দিতে হবে |
আবার আর একটু ঘন হয়ে গেলে আমের টুকরো গুলো blender এ দিয়ে blend করে ওই দুধে দিতে হবে |
আরো একটু ঘন হয়ে এলে এলাচ দানা দিয়ে নামিয়ে নিতে হবে |
এরপর পেস্তা বাদাম কুচি ছিটিয়ে ঠান্ডা পরিবেশন করুন |




Ingredients :

1 liter Milk
1 tin condensed milk
1 cup half crushed rice
2 cup chopped mango
½ tsp cardamom seeds

Method :

Put on heat the pan and add milk and half crushed rice.
Add condensed milk when it become thick.
Blend the mango pieces in blender and add with it.
When it become more thick then add cardamom seeds and take out from heat.
Pour chopped pistachio over it and serve cool.

Saturday, June 26, 2010

টমেটোর টক


উপকরণ :

টমেটো ৪ টা
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
রসুন কুচি ১ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
পাঁচফোড়ন ১/২ চা চামচ
তেজ পাতা ১ টা
চিনি ১ চা চামচ
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :

টমেটো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করুন |
৪ কাপ পানি, আদা বাটা ও লবন দিয়ে সেদ্ধ করুন |
যখন টমেটো নরম হয়ে আসবে তখন নাড়ুন ও মেশান ভালো ভাবে যাতে ঘন মিশ্রণে পরিণত হয় |
আর একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিন ও বাদামী করে ভাজুন |
তাতে পাঁচফোড়ন ও তেজ পাতা দিয়ে আরো এক মিনিট ভাজুন |
কড়াইয়ের সব উপকরণ এখন টমেটোর মিশ্রণে মেশান |
চিনি দিয়ে নাড়তে থাকুন ও আরো ২-৩ মিনিটের জন্য ফুটান |
গরম গরম পরিবেশন করুন |




Ingredients :

Tomatoes 4
Chopped onions 2 tablespoons
Chopped garlic 1 teaspoon
Ginger paste ½ teaspoon
Panchforon (a mixture of fennel, mustard, fenugreek, cumin and black cumin) ½ teaspoon
Bay leaves 1
Sugar 1 teaspoon
Salt as taste
Oil as required

Method :

Wash and cut the tomatoes into small pieces.
Boil the pieces with ginger and salt in 4 cups of water.
Once the tomatoes become soft, stir the mix thoroughly into a thick paste.
In a separate pan, heat the oil and brown the onions and garlic.
Add in the panchforon and bay leaf, and fry for another minute.
Add all the ingredients from the pan into the tomato mix.
Stir in the sugar and let it simmer for another 2 to 3 minutes.
Serve hot.

Thursday, June 24, 2010

MINNOW FISH CHORCHORI - কাচকি মাছের চচ্চড়ি


উপকরণ :

কাচকি মাছ ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি ৬ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
কাঁচা মরিচ ২-৪ টা
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
ভাজা জিরা গুড়া ১/২ চা চামচ
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাছগুলো পানি দিয়ে সাবধানে ধুয়ে নিন |
কড়াইতে তেল দিয়ে তাতে খুব অল্প আঁচে মাছগুলো শুকিয়ে নিন |
এতে মাছগুলো অক্ষত থাকে আর সতেজ দেখা যায় |
আর একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে নিন |
এর মধ্যে রসুন বাটা, হলুদ, লবন ও সামান্য পানি দিন এবং ভালো করে মেশান |
এখন মাছ আর কাঁচা মরিচ দিন |
যখন মাছ শুকনো ও ঝুরঝুরে হয়ে আসবে তখন ধনেপাতা আর ভাজা জিরা গুড়া দিন |
কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন তেল চড়িয়ে পরার জন্য জন্য |
গরম পরিবেশন করুন |




Ingredients :

Minnow fish 250 gm
Chopped onion 6 tablespoons
Garlic paste 1 teaspoon
Ground turmeric ½ teaspoon
Green chili 3 to 4
Chopped coriander 2 tablespoon
Fried cumin powder ½ teaspoon
Salt as taste
Oil as needed

Method :

Wash the fish carefully in water.
Fry a little bit of oil in a pan, and dry the fish over very low heat.
This will keep the fish intact and retain its fresh look.
In another pan, brown onion in heated oil.
Add garlic, turmeric, salt and some water and mix thoroughly.
Add the fish and chili.
Once the fish start to dry up and become flaky, add fried cumin powder and coriander.
Wait for a few more minutes to let the oil separate out.
Serve hot.

Wednesday, June 23, 2010

ফ্রেঞ্চ ফ্রাই




উপকরণ :

আলু ৫ টা ( বড় আকারের )
লবন স্বাদমত
তেল ভাজার জন্য

প্রণালী :

আলুর খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখুন |
তারপর আঙ্গুলের সাইজ করে কাটুন |
একটি বড় পাত্রে সেন্ধ করার জন্য পানি রাখুন |
এখন এতে লবন সহ আলুর টুকরো গুলো এর মধ্যে দিন এবং অর্ধেক সেদ্ধ করুন |
পানি ছাড়িয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করুন |
আলুর টুকরোগুলোকে ফ্রিজের ভেতর বায়ু শুন্য অবস্থায় রাখুন |
যখন দরকার হবে তখন ডিপ ফ্রিজের থেকে বের করে ডুবো তেলে ভাজুন সোনালী বর্ণ আর মচমচে না হওয়া পর্যন্ত |
ভাজার পর tissue পেপার এ রেখে বাড়তি তেল শুষে নিন |
ভাজার পর তেল থেকে উঠানোর পরে লবন দিন |
গরম গরম পরিবেশন করুন |




Ingredients :

5 large Potatoes
Salt to taste
Oil to deep fry

Method :

Peel the potatoes and keep them soaked in water.
Cut them into finger sized pieces.
Keep sufficient water for boiling in a large pan.
Put the potato pieces in the water, add salt and boil till half done.
Drain and cool the potatoes in the refrigerator.
Put the potato pieces into a air free condition inside of freezer.
Keep them in the deep freezer.
When required remove them from the deep freezer and deep fry directly in medium hot oil till golden and crisp.
Drain and place on absorbent paper.
Add salt only after removing them from hot oil.
Serve hot.

VEGETABLE PAKORA - সবজি পাকোড়া


উপকরণ :

আধা সেদ্ধ নুডলস ১ কাপ
কর্নফ্লাওয়ার ৬ টেবিল চামচ
গাজরকুচি আধা কাপ
মটরশুঁটি ১ কাপ
মাশরুমকুচি আধা কাপ
পেঁয়াজকুচি আধা কাপ
কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ
ধনেপাতার কুচি ২ টেবিল চামচ
ডিম ১টি
সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
ময়দা ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
ভাজার জন্য
তেল পরিমাণমতো

প্রণালী :

গাজরকুচি আধা সেদ্ধ করে নিন ।
ডিম ফেটিয়ে নিন ।
সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন |
কড়াইতে তেল দিন |
ডুবো তেলে ছোট ছোট করে ভেজে নিন ।
চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন ।




Ingredients :


1 cup Noodles ( half boiled )
6 tbsp corn flower
½ cup chopped carrot
1 cup peas
½ cup chopped mushroom
½ cup chopped onion
1 tbsp chopped green chili
2 tbsp chopped coriander
1 egg
1 tsp white peeper
2 tbsp flour
Salt as taste
Oil as required

Method :

Get the chopped carrot half boiled.
Whisked the egg.
Mix the rest of ingredients with whisked egg well.
Heat oil in deep frying pan.
Deep fry it in small size.
Serve with prickle or sauce.

Tuesday, June 22, 2010

ডালের বড়া


উপকরণ :

মসুরের ডাল ২৫০ গ্রাম
রসুনবাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা -চামচ
মরিচের গুঁড়া ১/২ চা -চামচ
লবণ স্বাদমত
ধনেপাতা ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ
তেল ভাজার জন্য
পানি পরিমাণমতো

প্রণালী :

মসুরের ডাল ভালোভাবে ধুয়ে সারাদিন পানি দিয়ে ভিজিয়ে রেখে blender / পাটায় মিহি করে blend / বেটে নিন |
তাতে একে একে পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামচি কুচি, হলুদ ও মরিচের গুঁড়া, রসুনবাটা স্বাদ অনুযায়ী লবণ এবং প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিন |
কড়াইতে তেল দিন |
তারপর বড়ার আকারে করে ডুবন্ত গরম তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন |




Ingredients :

250 gram Lentil
1 tsp Garlic paste
½ tsp turmeric powder
½ tsp chili powder
Salt as per taste
2 tbsp coriander
1 tsp Green Chili finely chopped
1 cup chopped onion
Oil as required
Water as needed

Method :

Soak lintel for overnight.
In a blender add lentil and blend well.
Then add salt, chopped chilies, coriander, turmeric powder, chili powder, garlic paste and little bit of water and mix all of them.
Heat oil in deep frying pan .
Deep fry it in the shape of bora and serve hot.

Monday, June 21, 2010

টুনা পাকোড়া


উপকরণ :

টুনা মাছ ২ টি ( ছোট করে পিস করা )
কর্ণ ফ্লাওয়ার ২ চা চামচ
লাল মরিচ গুড়া ১ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
বেসন ১ চা চামচ
পেঁয়াজ ১ টা
কাঁচা মরিচ ১ টা
লবণ স্বাদমত
গরম মসলা সামান্য

প্রণালী :

কর্ণ ফ্লাওয়ার, লাল মরিচ গুড়া, বেকিং পাউডার, বেসন ও লবন ভালো করে মিশিয়ে নরম মন্ডের মত তৈরী
করুন |
মাছের ছোট টুকরো গুলোকে হালকা ভেজে নিন যাতে গন্ধ চলে যায় |
এখন পেঁয়াজ, গরম মসলা, লবন, কাঁচা মরিচ ও ভাজা টুনা মাছ মিশ্রণ এর সাথে মেশান |
কড়াইতে তেল দিয়ে তাতে পাকোড়া সাইজের করে দিন এবং মচমচে ও স্বর্ণালী বর্ণ হওয়া পর্যন্ত ভাজুন |
গরম গরম পরিবেশন করুন |



Ingredients :

2 Tuna Fish ( Cut into small pieces)
Salt as taste
2 tsp Corn Flour
1 tsp Red Chilly Powder
1 tsp Baking Powder
1 Green chili
2 tsp Besan
1 Onion
A pinch of Garam Masala

Method :

Mix besan, cornflour, salt, red chilly powder and baking powder and stir well to form a smooth batter.
Light fry the small pieces of tuna to reduce the odour.
Add small pieces of onion, garam masala, salt, green chilly and fried tuna fish with the above batter.
Heat oil in the deep frying pan and fry till golden and crispy.
Serve hot.

চিকেন লেগ কাবাব



উপকরণ :

মুরগির বড় লেগ পিস ২ টা
দই ১/২ কাপ
লেবুর রস ১ টেবিল চামচ
গরম মসলা গুড়া ১ চা চামচ
লাল মরিচ গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
আদা রসুন বাটা ১ টেবিল চামচ
কমলা রং সামান্য

প্রণালী :

মুরগির টুকরো গুলোকে ভালো ভাবে ধুয়ে নিন এবং এর মাঝে মাঝে চিরে দিন |
লবন বাদে বাকি সব উপকরণ একসাথে মেশান |
মেশানোর পরে মুরগির টুকরো গুলোকে এটা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে দিন ও ১ ঘন্টার মত এভাবে রেখে দিন|
এখন এটাতে লবন মেশান |
টুকরোগুলোর উভয় দিকে ভালো ভাবে গ্রিল করে নিন যতক্ষণ না সেদ্ধ হয় |
চাট মসলা ও লেবুর রস ছিটিয়ে দিন এবং পেঁয়াজের রিং সহ পরিবেশন করুন |





Ingredients :

2 large leg pieces of chicken
1/2 cup curd
1 tblsp lemon juice
1 tsp garam masala powder
1 tsp red chili powder
Salt as taste
1 tblsp ginger garlic paste
A few drops of edible orange color


Method :

Clean and wash the chicken pieces and make random slits on them.
Mix all the ingredients except salt together.
Wrap chicken pieces in it and keep aside for an hour.
Now mix in the salt.
Grill the chicken pieces till they are cooked well on both the sides.
Sprinkle lemon juice and chat masala and serve with onion rings.

Sunday, June 20, 2010

CRUNCHY SHRIMP - কুড়মুড়ে চিংড়ি


উপকরণ :

চিংড়ি মাছ ২০ টা ( লেজ বাদে খোসা ছাড়ানো )
রোল এর জন্য পাতলা চাপটি ২০ টা
পেঁয়াজ কলি কুচি ১ গুচ্ছ
লালমরিচ কুচি ১/২ টা
আদার রস ৩ ইঞ্চি সমান আদা
লবন স্বাদমত
চিনি স্বাদমত
লেবুর রস ১/৪ চা চামচ
তিলের তেল ১/8 চা চামচ
তিল ১/৪ চা চামচ
কর্ন ফ্লাওয়ার ১/৪ চা চামচ
সাদা গোলমরিচ ১/২ চা চামচ
ডিমের সাদা অংশ ১ টা ( ফেটানো )

প্রণালী :

চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে বাকি সব উপকরণের সাথে মেশান এবং ২০ মিনিটের জন্য এভাবে রাখুন |
রোল এর জন্য পাতলা চাপটি দিয়ে প্রতেকটি চিংড়ি মুড়ে দিন |
কড়াইতে তেল দিন এবং ডুবো তেলে ভাজুন হালকা বাদামী বর্ণ হওয়া পর্যন্ত |
গরম গরম পরিবেশন করুন |




Ingredients:

20 shrimps (shelled and deveined but leave the tail on)
20 spring roll skins
1 stalk of scallion (finely chopped)
1/2 red chili (finely chopped)
3 inches of ginger (for the juice)
1/8 teaspoon salt
1/4 teaspoon sugar
1/4 teaspoon lime juice
1/4 teaspoon of sesame oil
1/4 teaspoon of sesame seeds
1/4 teaspoon of corn flower
3 dashes of white pepper powder
1 egg white (lightly whisked)

Method :

Pat dry the shrimps with paper towel and marinate with the above ingredients for 20 minutes.
Wrap each shrimp with a spring roll skin.
Heat up a frying pan with oil and deep fry the shrimp until light brown.
Serve hot.

ক্ষীর সেমাই



উপকরণ :

দুধ ২ কেজি
সেমাই আধা কাপ
সাগুদানা ১ টেবিল চামচ
পেস্তা বাদাম কুচি সিকি কাপ
জাফরান এক চিমটি
কাঠবাদাম কুচি সিকি কাপ
কিসমিস ২ টেবিল চামচ
খুরমা কুচি সিকি কাপ
চিনি ১ কাপ
সাজানোর জন্য চেরি ও পেস্তা কুচি প্রয়োজনমতো

প্রণালী :

সাগুদানা ধুয়ে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিতে হবে |
ঘন ঘন নাড়তে হবে |
ঘন হয়ে এলে নামিয়ে পাত্রে ঢালতে হবে|
এবার ছোট ছোট পানতুয়া অথবা রসগোল্লা প্রয়োজনমতো পাত্রে দিতে হবে |
ওপরে পেস্তা কুচি ও চেরি দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন |
নামানোর সময় খেয়াল রাখতে হবে যেন বেশি ঘন হয়ে না যায় |
কারণ ঠান্ডা হলে এটা জমে আসবে।




Ingredients :

2 kg milk
½ cup vermicelli
1 tbsp sago
¼ cup chopped pistachio
A pinch saffron
¼ cup chopped Hazelnut
2 tbsp raisins
¼ cup chopped dried date
1 cup sugar
For garnish chopped cherry and pistachio


Method :

Wash the sago and put them on heat mix with other ingredients.
Stir frequently.
When it become thick pour it on a dish.
Now put small sweets on the dish as needed.
Garnish with chopped cherry and pistachio and serve chilled.
Make sure that it doesn’t get too thick while taking out from heat.
It become congeal if it get cold.

Thursday, June 17, 2010

PABDA CATFISH DOPENYAZO - পাবদা মাছের দোপেঁয়াজো



উপকরণ :

পাবদা মাছ ৪-৫ টা
পেঁয়াজ কুচি ১/২ কাপ
কাঁচা মরিচ ৪-৫ টা
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাছগুলো লবন বা ভিনেগার মেশানো পানি দিয়ে ভালো করে পরিস্কার করে |
কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন এবং বাদামী করে ভেজে নিন |
এতে কয়েক চামচ পানির সাথে আদা বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া ও লবন দিন |
কয়েক মিনিট পরে ধীরে মাছের টুকরো গুলো দিন এবং ২ -৩ মিনিট ধরে নাড়ুন |
১ কাপ পানির সাথে কাঁচা মরিচ বাটা ও ধনে পাতা কুচি দিন |
অল্প আঁচে ঢেকে রাখুন |
কয়েক মিনিট পরে মাছের টুকরো গুলোকে উল্টে দিন |
ঝোল যখন ঘন হওয়া শুরু করবে তখন ভাজা জিরা গুড়া ছিটিয়ে দিন |
চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন |




Ingredients :

Pabdah catfish 4 to 5 pieces
Chopped onion ½ cup
Green chili 4 to 5
Chopped coriander 2 tablespoons
Garlic paste 1 teaspoon
Ground turmeric ½ teaspoon
Chili powder 1 teaspoon
Fried cumin powder 1 teaspoon
Salt as taste
Oil as required

Method :

Clean the fish well with water, and some salt or vinegar.
Heat oil in a pan and brown the onions.
Add in garlic paste, turmeric, chili powder and salt with a few spoons of water.
After a couple of minutes, gently drop the fish into the pan and stir for 2 to 3 minutes.
Add the green chili and coriander with a cup of water.
Cover and keep over low heat.
After a few minutes, turn the pieces over in the pan.
Once the sauce starts to thicken, sprinkle the fried cumin powder.
Take off the heat and serve.

পাবদা মাছের ঝোল



উপকরণ :

পাবদা মাছ ৫ টা
সরিষা বাটা ২০ গ্রাম
কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
লাল মরিচ গুড়া ১/২ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
কালো জিরা ১/২ চা চামচ
তেজপাতা ২ টা
সর্ষের তেল প্রয়োজনমত
লবন স্বাদমত
ধনে পাতা কুচি

প্রণালী :

মাছগুলো ভালো করে পরিস্কার করে এবং ধুয়ে হালকা ভেজে নিন |
কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরা ও তেজপাতা দিন |
কিছুক্ষণ পরে এতে আদা বাটা দিন |
যখন এটা লাল হয়ে আসবে তখন কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল মরিচ গুড়া ও হলুদ গুড়া দিন |
পানি দিয়ে সামান্য নাড়ুন |
কয়েক সেকেন্ড পরে ভাজা মাছ আর সরিষা বাটা দিন |
লবন দিন |
ততক্ষণ রান্না করুন যতক্ষণ না মাছ সেদ্ধ হয় আর ঝোল দ্বারা পুরোপুরি সিক্ত হয় |
ধনে পাতা কুচি ছিটিয়ে ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন |





Ingredients :

5 pieces Pabdah catfish Fish
20 grams Freshly Ground Mustard
2-3 tsp Green Chili paste
1 tsp Onion paste
1 tsp Garlic paste
1 tsp Ginger paste
1/2 tsp red Chili powder
1/2 tsp Turmeric
1/2 tsp black Cumin Seeds
Cinnamomum leaves
Mustard Oil as required
Salt as taste
Coriander leaves

Method :

Wash and clean the and fry lightly in mustard oil.
Heat oil in a saucepan, add black cumin seeds and cinnamomum leaves.
After a few seconds add ginger paste.
Wait until ginger paste becomes reddish and add green chili paste, Onion paste, Garlic paste, Red chili powder and turmeric.
Add water and stir lightly .
After a few seconds add fish and mustard paste to it.
Add salt too.
And boil until the fish is saturated by the gravy suitably.
Garnish with coriander leaves and serve with fine rice.

Wednesday, June 16, 2010

CHESSE FINGERS - চিজ ফিঙ্গারস



উপকরণ :

পনির আধা কাপ
জলপাই কুচি ৩ টা
ছোট গাজর ১ টা ( স্লাইস করা )
সেদ্ধ মটরশুটি ৫০ গ্রাম
পাউরুটির টুকরো ১ কাপ
তেল প্রয়োজনমত

প্রণালী :

পনিরের সাথে বাকি সব উপকরণ মিশিয়ে ২ ইঞ্চির সমান আঙ্গুলের মত বানান |
তারপর ফ্রিজে রাখুন ১ ঘন্টার মত রাখুন যাতে ভালো মত আকার নেয় |
কড়াইতে তেল দিয়ে তাতে মচমচে ও সর্ন্লায় বাদামী বর্ণ হওয়া পর্যন্ত ভাজুন |
হয়ে গেলে tissue পেপার দিয়ে বাড়তি তেল শুষে নিন |
সসের সাথে পরিবেশন করুন |




Ingredients :

1/2 cup cheese
3 Olives, chopped
1 small carrot, sliced
50 gm boiled peas
1 cup bread crumbs
Oil for frying

Method :

Mix cheese with all the ingredients and make two inch thick fingers of them.
Place them in fridge for one hour or till they sets.
Heat oil in a pan and fry till they turns golden brown and crispy.
Remove from heat and soak it in absorbent/tissue paper.
Serve with sauce.

Tuesday, June 15, 2010

রাশিয়ান সালাদ


উপকরণ :

পাস্তা ১ কাপ ( লবন পানিতে সেদ্ধ )
মটর দানা ১ কাপ ( লবন পানিতে সেদ্ধ )
ছোট আলু ২টা ( সেদ্ধ )
পেঁয়াজ ২ টা
টমেটো ১ টা
শশা ১ টা
কাঁচামরিচ ২ টা
সালাদ সিরকা বা মেয়নিজ ২ টেবিল চামচ
লবন স্বাদমত
চিনি স্বাদমত
লেবু ১ টা

প্রণালী :

আলু. পেঁয়াজ, টমেটো, শশা কেটে ছোট টুকরো করে নিন |
এগুলো সেদ্ধ পাস্তার সাথে মেশান |
এখন বাকি উপকরণ এর সাথে মেশান |
কাঁচা মরিচ চিরে সাজানোর জন্য এটার সাথে দিতে পারেন |
ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখুন |
তারপর পরিবেশন করুন |





Ingredients :

1 cup pasta (boiled with salt in water)
1 cup chick peas (boiled with salt in water)
2 small boiled potatoes
2 onions
1 tomato
1 cucumber
2 green chillies
2 tbsp any salad dressing or mayonaise
Salt as taste
Sugar as taste
1 lemon

Method :

Cut potatoes, onions, tomatoes, cucumber into small pieces.
Mix them with boiled pasta.
Then mix rest of the things into it.
You can decorate it with split green chillies also.
Keep it in fridge for half an hour.
It is ready to serve.

চিকেন লিভার কারি




উপকরণ :

মুরগির কলিজা ১/২ কেজি ( পিস করে কাটা )
পেঁয়াজ কুচি ১ টা
টমেটো কুচি ১ টা
মরিচ গুড়া ১ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
সরিষা ১/২ চা চামচ
লবন স্বাদমত
তেল পরিমানমত
কারি পাতা কয়েকটা
ধনে পাতা কিছুটা
আদা ১ ইঞ্চি সাইজের
রসুনের পাতলা কোয়া ৪ টা
গোল মরিচ গুড়া ১/৪ টেবিল চামচ

প্রণালী :

মুরগির কলিজা গুলো ভালো করে ধুয়ে ও পরিস্কার করে পানি ঝরিয়ে এক পাশে রেখে দিন |
এখন আদা, রসুনের পাতলা কোয়া , গোল মরিচ গুড়া দিয়ে মিশ্রণ তৈরী করুন |
চুলায় কড়াই দিন ও তাতে তেল ও সরিষা দিন |
যখন ফুটতে শুরু করবে তখন কারি পাতা ও পেঁয়াজ কুচি দিন |
স্বর্ণালী বাদামী বর্ণ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন |
টমেটো কুচি দিন ও রসালো হওয়া পর্যন্ত নাড়তে থাকুন |
এখন মিশ্রণটা দিন এবং নাড়ুন |
এখন মরিচ গুড়া, ধনে গুড়া, হলুদ গুড়া দিন ও ১ মিনিটের মত নাড়ুন |
অবশেষে মুরগির কলিজার টুকরোগুলো দিন এবং ভালো ভাবে মেশান |
অল্প পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন এবং কলিজা গুলো নরম না হওয়া পর্যন্ত এভাবে রান্না করুন |
ধনে পাতা কুচি ওপরে ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন |




Ingredients :

1/2 kg chicken liver (cut into size pieces)
1 onion finely chopped
1 tomato finely chopped
1 tsp chili powder
1 tsp coriander powder
1/4 tsp turmeric powder
1/2 tsp mustard seeds
salt as taste
Oil as required
Few curry leaves
Few coriander leaves
1" ginger
4 garlic flakes
1/4 tbsp peppercorns

Method :

Clean and wash the liver pieces and drain all the water and keep aside.
Make a paste with ginger, garlic flakes, peppercorns.
Heat a pan with oil and add mustard seeds.
When they start to pop add curry leaves and onions.
Saute till they turn into golden brown colour.
Add chopped tomatoes and saute till they become juicy.
Add paste and again saute it.
Now add chili powder, coriander powder and turmeric powder and saute for a min.
Finally add washed chicken liver and combine well.
Add little amount of water and cook on low flame till chicken liver become tender.
Garnish with coriander leaves and serve hot.

Monday, June 14, 2010

ঢেরস পেঁয়াজ সালাদ



উপকরণ :

ঢেরস ২০ টা ( ভালো করে টুকরো করা )
পেঁয়াজ ১৫ টা ( ভালো করে কুচি করা )
লেবুর রস ২ চা চামচ
গোলমরিচ গুড়া ২ চা চামচ
সালাদ তেল ২ চা চামচ
লবন স্বাদমত
নারকেল ১ কাপ ( কুড়ানো )
শসা ২ টেবিল চামচ ( টুকরো করা )
কাপসিকাম ১ চা চামচ
ধনেপাতা কুচি ১ চা চামচ
লাল বাধাকপির পাতা ( টুকরো করে ভিনেগারে ভেজানো )

প্রণালী :

ঢেরস পরিস্কার করে লবন মেশানো পানিতে ভিজিয়ে রাখুন নরম হওয়া পর্যন্ত |
এখন পেঁয়াজ কুচি, ঢেরস এর টুকরো, লেবুর রস, লবন, সালাদ তেল ও গোলমরিচের গুড়া একসাথে মেশান |
মাইক্রোওয়েভে এই মিশ্রণ ৪ মিনিট রাখুন |
এটা বের করে এর সাথে কুড়ানো নারকেল, টুকরো করা শশা, কাপসিকাম, ধনেপাতা কুচি ও লাল বাধাকপির পাতা মিশিয়ে পরিবেশন করুন |




Ingredients :

Okra (ladies fingers) 20 no. finely chopped
Onions 15 no finely chopped
Lemon juice 2 tsp
Pepper powder 2 tsp
Salad oil 2 tsp
Salt as taste
Grated coconut 1 cup
Chopped cucumber 2 tbsp
Chopped capsicum 1 tsp
Chopped coriander leaves 1 tsp
Chopped red cabbage in vinegar little red cabbage

Method :

Clean the Okra pieces with salt and water till the stickiness decreases.
Mix chopped onions,chopped okra,lemon juice,salt ,salad oil and pepper powder.
Microwave this mixture for 4 mins.
Take it out and mix it with grated coconut,chopped capsicum,chopped coriander leaves,chopped red cabbage pieces and chopped cucumber and serve.

Sunday, June 13, 2010

SCRIBBLED GOBY FISH JHURI - বেলে মাছের ঝুরি



উপকরণ :

বেলে মাছ ৬ টা
পেঁয়াজ কুচি ৬ টেবিল চামচ
রসুন কুচি ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ৩-৪ টা
হলুদ গুড়া ১/২ চা চামচ
লবন স্বাদমত
ভাজা জিরা গুড়া ১/২ চা চামচ
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাছের টুকরোগুলোকে সাবধানে পানি ও লবন দিয়ে ধুয়ে নিন |
তারপর হলুদ ও লবন দিয়ে সেদ্ধ করে নিন |
সেদ্ধ হয়ে গেলে মাছের সব কাঁটাগুলো ছাড়িয়ে নিন |
পেঁয়াজ ও রসুন কুচি ভাজুন |
ভাজার রং বাদামী হয়ে আসলে তাতে কাঁটা ছাড়া মাছ ও কাঁচা মরিচ দিন |
অল্প আঁচে রান্না করুন |
যখন তেল আলাদা হয়ে আসবে, এর উপর ভাজা জিরা গুড়া ছিটিয়ে দিন |
ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন |




Ingredients:

Scribbled goby fish 6 pieces
Chopped onion 6 tablespoons
Chopped garlic 1 tablespoon
Chopped coriander 1 tablespoon
Green chili 3 to 4
Ground turmeric ½ teaspoon
Salt as taste
Fried cumin powder ½ teaspoon
Oil as required

Method :

Wash the pieces of fish carefully in water with a little bit of salt
Boil the fish with turmeric and salt.
Remove all the bones completely once boiled.
Fry the onion and garlic.
Once brown, add the boneless fish and green chili.
Saute over low heat.
Once the oil separates out, sprinkle the fried cumin powder
Sprinkle coriander on top and serve.

Saturday, June 12, 2010

মাটন-পটেটো ফ্রাই



উপকরণ :

খাসির মাংস ৪০০ গ্রাম
আলু ২ টা ( খোসা ছাড়ানো এবং পিস করা )
পেঁয়াজ ১ টা ( স্লাইস করা )
মরিচ গুড়া ২ চা চামচ
গোলমরিচ গুড়া ১ চা চামচ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
ফেনল গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
কারি পাতা কয়েকটা
ধনে পাতা কয়েকটা
তেল প্রয়োজনমত
পানি ২৫০ মি.লি.

প্রণালী :

pressure cooker এ তেল দিয়ে তাতে খাসির মাংস, স্লাইস করা পেঁয়াজ, মরিচ গুড়া, লবন, মরিচ গুড়া, গোলমরিচ গুড়া, হলুদ গুড়া, ফেনল গুড়া, কারি পাতা, ধনে পাতা ও ১০০ মি.লি. পানি দিন |
এটাকে ১০ মিনিটের জন্য রান্না করুন বা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন |
এরপর আলুর টুকরো ও ১৫০ মি.লি. পানি দিন ভালোভাবে ১৫ সেকেন্ড মেশান |
এখন cooker এর ঢাকনা দিয়ে দিন এবং ৪ শিস দেয়া পর্যন্ত রান্না করুন |
ঢাকনা খুলে দিয়ে এখন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন |
ভাতের সাথে পরিবেশন করুন |




Ingredients :

400 gms mutton pieces
2 potatoes peeled and cut into pieces
1 onion sliced
2 tsp chili powder
1 tsp pepper powder
1/4 tsp turmeric powder
1 tsp fennel seed powder
salt as taste
few curry leaves
few coriander leaves
oil as required
250 ml water

Method :

Heat oil in a pressure cooker,saute onion slices with mutton pieces,chili powder,salt,turmeric powder,pepper powder,fennel seed powder,curry leaves,coriander leaves and 100 ml water.
Saute for atleast 10 mins or till water runs dry.
Then add 150 ml water,potato pieces mix well for 15 secs
Cover with cooker lid and pressure cook upto 4 whistle.
Open the pressure cooker after the pressure is released and saute till water runs dry.
Serve this with rice.

Thursday, June 10, 2010

স্পাইসি বেকড চিকেন



উপকরণ :

মুরগীর রান ৬-৭ টা
তেল ১ টেবিল চামচ
লাল মরিচ ৪-৫ টা (গোটা)
লবন স্বাদমত
পেঁয়াজ ১ টা
রসুন কোয়া ৪ টা
চিনি ১/২ চা চামচ
লেবুর রস ১/৪ কাপ

প্রণালী :

মুরগীর রানগুলো বাদ দিয়ে বাকি সব উপকরণ একসাথে blender এ দিয়ে একটি মসৃন মিশ্রণ তৈরী করুন |
একটি পাত্রে মিশ্রনের সাথে মুরগীর টুকরোগুলো মিশিয়ে সারারাত রেখে দিন |
পরের দিন সকালে ওভেনকে ৩৫০ ডিগ্রী সেলসিয়াস এ pre heat করুন |
বেকিং ডিসে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ওভেন এ ৩০ মিনিটের জন্য মুরগীর টুকরোগুলো দিন |
এরপর ফয়েল পেপার সরিয়ে আরো ১৫-২০ মিনিট স্বর্ণালী বর্ণ ধারণ করা পর্যন্ত bake করুন |
ওভেন থেকে বের করে সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন |





Ingredients :

6-8 leg pieces of chicken.
1 tbsp oil
4-5 whole red chili
salt as taste.
1 onion
4 cloves of garlic
1/2 tsp sugar
1/4 cup lemon juice

Method :

Leaving out the chicken blend the rest of the ingredients to a fine paste.
In a bowl marinade the chicken over night.
Next morning pre heat oven to 350 degree celcius .
Put the marinated chicken in a baking dish, cover with a foil and bake for 30 minute.
Remove the foil and bake for 15 -20 min until golden.
Remove from heat and serve with salad.

Wednesday, June 9, 2010

মাংসের ফুলোরি



উপকরণ :

গরু/খাসির মাংস ৫০০ গ্রাম (হাড় বিহীন)
আদা বাটা ২ চা চ্মোচ
রসুন বাটা ২ চা চামচ
গোল মরিচের গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া দেড় চা চামচ
সয়া সস ৪ টেবিল চামচ
ভিনেগার ২ টেবিল চামচ
লবন স্বাদমত
বেসন ১ কাপ
ডিম ১ টা
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাংসের টুকরো গুলোকে ভালো করে ধুয়ে পরিস্কার করে খন্ডের মত সুবিন্যস্ত করে রাখুন |
টুকরো গুলোকে কঠিন আকার ধারণ করা পর্যন্ত ফ্রিজে রাখুন |
এখন কঠিন খন্ডগুলো নিয়ে ধারালো ছুরি দিয়ে পাতলা করে কাটুন |
পাতলা টুকরোগুলোকে আলতো করে ধুয়ে পরিস্কার করে নিন |
মাংসের টুকরোগুলোকে উপরের উপকরণের সাথে ভালো ভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য সাধারণ তাপমাত্রায় ঢেকে রেখে দিন |
এখন বেসনের সাথে ডিম, মরিচ গুড়া ও লবন মিশিয়ে সামান্য ঘন মিশ্রণ তৈরী করুন |
প্রয়োজন হলে সামান্য পানি মেশান |
কড়াইতে তেল দিয়ে চুলায় দিন |
এখন টুকরোগুলোকে এই মিশ্রণে পুরোপুরি ভাবে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিন |
বাদামী বর্ণ হওয়া পর্যন্ত ভাজুন |
গরম গরম পরিবেশন করুন |





Ingredients :

Boneless beef/mutton 500 grams
Ginger paste 2 teaspoons
Garlic paste 2 teaspoons
Black pepper 1 teaspoon
Chili powder - 1½ teaspoon
Soy sauce 4 tablespoons
White vinegar 2 tablespoons
Salt as taste
Chickpea flour 1 cup
Egg 1
Oil as required

Method :

Wash and clean the beef/mutton pieces, and organize them neatly in the shape of a meat loaf.
Freeze the loaf for a few hours until it is solid.
Slice the loaf into thin pieces with a sharp knife.
Wash and rinse the pieces completely.
Marinate the beef/mutton with all the ingredients.
Cover and keep aside in room temperature for an hour.
Mix the chickpea flour with the egg, chili powder and salt into a slightly thick paste.
Add a little water if necessary.
Heat oil in a non stick pan.
Dip the sliced beef/mutton pieces into the flour mix so that they are completely covered.
Deep fry until the pieces turn brown.
Serve hot.

Tuesday, June 8, 2010

আদা মধুর জুস



উপকরণ :

আদা ১ ইঞ্চি সমান ( খোসা ছাড়ানো )
মধু ২ চা চামচ
পানি ২ কাপ
লেবুর রস ২ চা চামচ
চিনি ১ চা চামচ

প্রণালী :

সব উপকরণ blender এ দিয়ে blend করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন |



Ingredients :

Ginger 1 inch(peeled)
Honey 2 tsp
water 2 cups
lemon juice 2 tsp
sugar 1 tsp

Method :

Blend all the ingredients in blender.
Serve chilled.