Tuesday, June 19, 2012

MIX SALAD - মিক্স সালাদ



উপকরণ :

লাল আপেল ১
পেয়ারা ১
মাল্টা ১
আনারস ১
শসা ১
টমেটো ১
বাদাম  কয়েকটি

ড্রেসিং :

টমেটো সস ১ টেবিল চামচ
রসুন কোয়া  ৩
কাঁচা মরিচ  ১
লবন স্বাদমত
লেবুর রস ৩ টেবিল চামচ
চিনি ৩ টেবিল চামচ
ধনে পাতা অল্প

প্রণালী :

সব ফল ও সবজি কেটে নিন ।
বাদাম রসুন মরিচ ধনে পাতা কুচি করে নিন ।
লবন লেবুর রস টমেটো সস একসঙ্গে মেশান ।
এই মিশ্রণ ফল ও সবজিতে মেশান ।
ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ।


Ingredients :

1 red apple
Guava 1
Malta 1
Pineapple 1
1 cucumber
Tomato 1
Some of the nuts

Dressing :

Tomato sauce 1 table spoon
Garlic 3
green Chilli 1
Salt as taste
3 table spoons lemon juice
Sugar 3 table spoons
Coriander leaves a few

Method :

Take all the  fruits and vegetables and cut into pieces.
chopped Garlic nuts green chilli and coriander leaves.
mix the lemon juice tomato sauce and salt.
mix this mixture with fruits and vegetables.
put them into fridge and serve cool

No comments:

Post a Comment