Monday, April 11, 2011

TUNA PASTA SALAD - টুনা পাস্তা সালাদ



উপকরণ :

মাকারনি সেদ্ধ ২ কাপ
টুনা মাছের ১ টিন (ভেজিটেবল অয়েল দিয়ে মাখানো)
বরবটি সেদ্ধ ১/২ কাপ
পেঁয়াজকুচি ১/২ কাপ
কাঁচামরিচ স্বাদমত
লবন স্বাদমত
অলিভ অয়েল ২ টেবিল চামচ

প্রণালী :

সব উপকরণ একসাথে মিশিয়ে ১ ঘন্টা ফ্রিজে রেখে দিন |
ঠান্ডা হলে পরিবেশন করুন |


Ingredients :

2 cup boiled macaroni
1 tin tuna (mixed with vegetable oil)
1/2 boiled beans
1/2 cup chopped onion
green chilli as taste
salt as taste
2 tbsp olive oil

Method :

mixed all the ingredients and put into the fridge.
serve cool.

No comments:

Post a Comment