Bengali cuisine is a style of food preparation originating in Bengal, a region in the eastern South Asia which is now divided between the Indian state of West Bengal and the independent country of Bangladesh. https://www.facebook.com/bengalirecipe
Tuesday, October 25, 2011
MIXED CLEAR SOUP - পাঁচমিশালী স্বচ্ছ সুপ
উপকরণ :
মুরগির স্টক ৪ কাপ
সেদ্ধ নুডুলস ২ টেবিল চামচ
কাজু বাদাম ৮-১০
মাখন ১ টেবিল চামচ
সেদ্ধ গাজর ২৫ গ্রাম
ফুলকপি ২৫ গ্রাম
সেদ্ধ বরবটি ২৫ গ্রাম
টমেটো ১
ধনে পাতা ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ৩-৪
গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
লবন স্বাদমত
ভাজা শুকনো মরিচ ২
প্রণালী :
কাজু বাদাম ও মাখন ছাড়া বাকি সব উপকরণ এক সাথে মিশিয়ে সুপ তৈরী করুন |
মাখনে কাজু বাদাম ভেজে সুপে দিন |
ভাজা শুকনো মরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন |
Ingredients :
4 cups chicken stock
2 Table spoon cooked noddles
8-10 cashew nut
Butter 1 table spoon
25 gram of boiled carrots
Cauliflower 25 gm
boiled beans 25 gram
Tomato 1
Coriander leaves 1 table spoon
green Chili 3-4
black pepper powder 1/2 teaspoon
Salt as taste
Fried dry chili 2
Method :
mix all the ingredients except cashew and butter and cook the soup.
now fry the cashew in butter and add to soup.
add fried dry chili and serve hot.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment