Wednesday, June 9, 2010

মাংসের ফুলোরি



উপকরণ :

গরু/খাসির মাংস ৫০০ গ্রাম (হাড় বিহীন)
আদা বাটা ২ চা চ্মোচ
রসুন বাটা ২ চা চামচ
গোল মরিচের গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া দেড় চা চামচ
সয়া সস ৪ টেবিল চামচ
ভিনেগার ২ টেবিল চামচ
লবন স্বাদমত
বেসন ১ কাপ
ডিম ১ টা
তেল প্রয়োজনমত

প্রণালী :

মাংসের টুকরো গুলোকে ভালো করে ধুয়ে পরিস্কার করে খন্ডের মত সুবিন্যস্ত করে রাখুন |
টুকরো গুলোকে কঠিন আকার ধারণ করা পর্যন্ত ফ্রিজে রাখুন |
এখন কঠিন খন্ডগুলো নিয়ে ধারালো ছুরি দিয়ে পাতলা করে কাটুন |
পাতলা টুকরোগুলোকে আলতো করে ধুয়ে পরিস্কার করে নিন |
মাংসের টুকরোগুলোকে উপরের উপকরণের সাথে ভালো ভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য সাধারণ তাপমাত্রায় ঢেকে রেখে দিন |
এখন বেসনের সাথে ডিম, মরিচ গুড়া ও লবন মিশিয়ে সামান্য ঘন মিশ্রণ তৈরী করুন |
প্রয়োজন হলে সামান্য পানি মেশান |
কড়াইতে তেল দিয়ে চুলায় দিন |
এখন টুকরোগুলোকে এই মিশ্রণে পুরোপুরি ভাবে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিন |
বাদামী বর্ণ হওয়া পর্যন্ত ভাজুন |
গরম গরম পরিবেশন করুন |





Ingredients :

Boneless beef/mutton 500 grams
Ginger paste 2 teaspoons
Garlic paste 2 teaspoons
Black pepper 1 teaspoon
Chili powder - 1½ teaspoon
Soy sauce 4 tablespoons
White vinegar 2 tablespoons
Salt as taste
Chickpea flour 1 cup
Egg 1
Oil as required

Method :

Wash and clean the beef/mutton pieces, and organize them neatly in the shape of a meat loaf.
Freeze the loaf for a few hours until it is solid.
Slice the loaf into thin pieces with a sharp knife.
Wash and rinse the pieces completely.
Marinate the beef/mutton with all the ingredients.
Cover and keep aside in room temperature for an hour.
Mix the chickpea flour with the egg, chili powder and salt into a slightly thick paste.
Add a little water if necessary.
Heat oil in a non stick pan.
Dip the sliced beef/mutton pieces into the flour mix so that they are completely covered.
Deep fry until the pieces turn brown.
Serve hot.

No comments:

Post a Comment