উপকরণ :
ভাত ২ কাপ
রসুন ২ চা চামচ থেতলানো
কাঁচা মরিচ কুচি ২ টা
কাজু ২ টেবিল চামচ
বাদাম ১ টেবিল চামচ
ধনে পাতা কুচি ১ চা চামচ
ঘি ২ টেবিল চামচ
লবন স্বাদমত
গোলমরিচ গুড়া স্বাদমত
প্রণালী :
কড়াই নিন আর তাতে ঘি দিন ও গরম করুন |
এখন এতে থেতলানো রসুন ও কাঁচা মরিচ দিন |
যখন রসুন সোনালী বর্ণ ধারণ করবে তখন কাজু ও বাদাম দিন এবং আধা মিনিটের জন্য রোস্ট করুন |
এখন ভাত দিন ও লবণ এবং গোলমরিচের গুড়া ছিটিয়ে দিয়ে ভালো করে মেশান |
ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন |
Ingredients :
2 cup cooked rice
2 tsp crashed garlic
2 green chillies chopped
2 tblsp cashewnuts
1 tblsp almonds
1 tsp chopped fresh coriander
2 tblsp ghee
Salt to taste
Black pepper to taste
Method :
Take a heavy wok and heat ghee in it.
Now add garlic and green chilies to it.
Once garlic turns golden in color, add the almonds, cashewnuts and roast for half a minute.
Now add the cooked rice, sprinkle salt and pepper and mix well.
Garnish the Garlic Rice with fresh coriander and serve.
No comments:
Post a Comment