Friday, August 20, 2010

খেজুর-কাঠ বাদাম মিল্কশেক


উপকরণ :

খেজুর ৪ টা বড়
কাঠ বাদাম ৪ টা
ঠান্ডা দুধ ২ cup
কলা অর্ধেক
মধু ১ চা চামচ
চিনি ১ চা চামচ

প্রণালী :

খেজুর দুধে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন |
blender এ খেজুর, কলা, কাঠ বাদাম ও ঠান্ডা দুধ দিয়ে মসৃন মিশ্রণ তৈরী করুন |
তারপর মধু ও চিনি দিয়ে আরো একবার blend করুন |
wafer পাশে দিয়ে গ্লাসে পরিবেশন করুন |


Ingredients :

Dates 4 large
Almounds 4
Milk freezed 2 cups
Banana 1/2
Honey 1 tsp
Sugar 1 tbsp

Method :

Soak the dates in milk for about an hour.
Then add all teh dates banana, almounds into a blender and add frozen milk ,and blend it to a smooth mixture
Then add sugar,honey and give a whip in your blender.
Serve in a glass with wafers on the sides.

No comments:

Post a Comment