Monday, July 19, 2010

বানানা স্মুথী


উপকরণ :

দুধ ২ কাপ
ভেনিলা নির্যাস ১ চা চামচ
চিনি ৩ চা চামচ
পাকা কলা ১ টা বড়
মধু ১ চা চামচ

প্রণালী :

দুধ, চিনি ও ভেনিলা নির্যাস মিশিয়ে ফ্রিজে আইস ট্রে তে রাখুন |
কলা ছিলে স্লাইস করুন |
এখন ফ্রিজ থেকে দুধের কিউবগুলো বের করে blender এ দিন |
এর সাথে মধু ও স্লাইস করে কাটা কলা দিন ও ৩ মিনিট blend করুন |
গ্লাসে ঢেলে কলার স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন |



Ingredients :

2 cups Milk
1 tsp vanilla extract
3 tsp sugar
1 big riped banana
1 tsp honey

Method :

Mix milk, sugar and vanilla essence and freeze in ice try.
Next peal and slices up the banana.
Remove cubes of frozen milk and add to blender.
To the above add honey,and banana and blend for 3 mins.
Add to a nice glass and garnish with sliced banana and Serve.

No comments:

Post a Comment