Friday, May 28, 2010

জেকফ্রুট শেক



উপকরণ :

কাঁঠালের পাকা কোয়া ১ কাপ ( বিচি ছাড়া )
দুধ ২ কাপ
ভেনিলা আইসক্রিম ২ স্কুপ
কাঠবাদাম ৫-৬ টা
চিনি ১/৪ কাপ

প্রণালী :

সবগুলো উপকরণ একসাথে blender এ দিন এবং মসৃন ও মাখানো করে blend করুন |
ফ্রিজে আধা ঘন্টা রেখে দিন |
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন |




Ingredients :

1 cup ripe Jack fruit pulp
2 cup milk
2 scoops Vanilla ice cream
5-6 almonds
1/4 cup sugar

Method :

In a blender combine all & blend into a smooth & creamy shake.
Chill in the fridge for half an hour.
Serve chilled.

No comments:

Post a Comment