Monday, May 31, 2010

ডিম আলুর দোপেঁয়াজো



উপকরণ :


সেদ্ধ ডিম ৫ টা
তেল প্রয়োজনমত
এলাচ ৫ টা
দারুচিনি ১ টা ( ছোট আকারের )
পেঁয়াজ বাটা ১ টা পেঁয়াজের ( মাঝারি আকারের )
আদা রসুন বাটা ১/২ চা চামচ
মরিচ গুড়া দেড় চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
জিরা গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
টমেটো পেস্ট ১ চা চামচ
ফেটানো দই ৩ টেবিল চামচ
আলু ২ টা ( মাঝারি আকারের, ১ টাকে ৪ ভাগ করে কাটা )
ভাজা জিরা গুড়া ১ চা চামচ

প্রণালী :

কড়াই এ তেল দিয়ে তাতে এলাচ, দারুচিনি, পেঁয়াজ, আদা রসুন বাটা দিন এবং ২ মিনিটের জন্য ভাজুন |
এখন মসলা ও টমেটো পেস্ট দিন এবং আরো ৫ মিনিট ভাজুন |
ফেটানো দই দিন এবং আরো ২ মিনিট ভাজুন |
আলু দিন এবং ৩ মিনিট ধরে কষান যাতে আলুর টুকরোগুলো পুরোপুরি মসলা দিয়ে ঢেকে যায় |
পানি দিন এবং ফুটাতে শুরু করুন |
ফুটতে শুরু করলে চুলার আঁচ কমিয়ে দিন এবং এই ভাবে আলু নরম না হওয়া পর্যন্ত রান্না করুন |
এর মধ্যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিন এবং এর চার দিকে চিরে দিন |
এখন কড়াইয়ে ডিমগুলো ছেড়ে দিন এবং অল্প আঁচে আরো ৫-৭ মিনিট পর্যন্ত রান্না করুন যতক্ষণ না তেল উপরে ভেসে আসে |
রান্না হয়ে আসলে চুলা থেকে উঠিয়ে নিন এবং ভাজা জিরা গুড়া ছিটিয়ে দিন |
ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন |




Ingredients :

5 hard boiled eggs
oil as required
5 whole cardamom
small stick cinnamon
1 medium onion blended
1/2 tsp ginger garlic paste
1½ tsp chili powder
1/2 tsp turmeric powder
1 tsp cumin powder
salt as taste
1 tsp tomato paste
3 tbsp whipped yoghurt
2 medium potatoes cut into 4 halves.
1 tsp roasted cumin powder.

Method :

In a pan heat oil and add cinnamon & cardamom, onion, ginger, garlic paste & fry for 2 min.
Add the spices & tomato paste & fry for 5 min.
Add in the yoghurt & fry for another 2 min
Add the potatoes & toss for 3 min until all the potatoes are covered with spices.
pour the water & bring it to the boil.
Lower the heat & cook until the potatoes are tender.
Mean while take the shells off the eggs & make 4 slits in it.
Drop in the eggs & cook on low flame for 5-7 min until oil floats to the top.
Remove from heat & sprinkle with roasted cumin powder .
Serve hot with rice.

No comments:

Post a Comment