উপকরণ :
বড় করলা  ৬০০ গ্রাম 
 খাসির মাংসের কিমা ১ কাপ
 পেঁয়াজ কুচি আধা কাপ
 আদা বাটা ১ চা চামচ
 রসুন বাটা ১ চা চামচ
 কাঁচামরিচ কুচি   ২ টা
 এলাচ ২ টা 
 দারুচিনি ১ টুকরা
 তেল ১ টেবিল চামচ
 লবন স্বাদমত
 প্রণালী :
 সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পুর তৈরী করতে হবে |
 করলার মাঝখান  দিয়ে চিরে বিসি ফেলে দিতে হবে এবং খুব ভালো করে ভেতর  পরিস্কার করে নিতে হবে |
 এবার করলেই পুর ভরে সুতা দিয়ে বেঁধে দিতে হবে |
 ভাপে সেদ্ধ করে নিতে হবে |
 তারপর একটি pan এ সামান্য তেল দিয়ে হালকা ভাবে এপিঠ-ওপিঠ করে একটু ভেজে  গরম গরম পরিবেশন করুন | 
 
No comments:
Post a Comment