Saturday, April 17, 2010

রূপচাঁদা মাছে টমেটো

Ingredients:

রূপচাঁদা দেড় কিলো
পেঁয়াজ ২ টা
টমেটো বড় ১ টা
মরিচ বাটা দেড় চা চামচ
আদা বাটা ১ চা চামচ
কাজু বাদাম ১০-১৫ টা
কিশমিশ ২০-২৫ টা
লবন স্বাদমত
চিনি স্বাদমত
সাদা তেল ২ টেবিল চামচ
ছোট এলাচ ৩-৪ ট
দারুচিনি ২-৩ টুকরা

How to make :

মাছ টুকরো করে কেটে নিন |
কাজুবাদাম, কিশমিশ বেটে নিন |
আদা বাটা, মরিচ, কাজু, কিশমিশ বাটা, লবন, চিনি একসাতে দিয়ে মাছটা মেখে রাখুন |
পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিন |
তেল গরম হয়ে এলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন |
সামান্য রং ধরলে টমেটো কুচি দিন |
টমেটো নরম হলে মশলা মাখানো মাছটা দিন |
১/২ কাপ পানি দিন |
মাছ সেদ্ধ হলে আর মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি আর কয়েকটা কিশমিশ ছড়িয়ে নামান |

No comments:

Post a Comment