Thursday, April 29, 2010

কাঁচা আম দিয়ে মাছ



Ingredients:


মাছ ৫০০ গ্রাম (যে কোনো মাছ)
মরিচ গুড়া ১ চা চামচ
হলুদ গুড়া ১/৪ চা চামচ
ধনে গুড়া ১/৪ চা চামচ
পেঁয়াজ কুচি ১/৪ কাপ
কাঁচা মরিচ ২ টা
আদা ছোট টুকরা
কাঁচা আম ১ টা
লবন স্বাদমত
রসুন ৮-১০ কোয়া

How to make :

মাছ ছোট টুকরা করে তাতে কাঁচা মরিচ চিরে, থেতো করা রসুন মাখিয়ে রাখুন |
খোসা সমেত আম লম্বা লম্বা করে মাছে দিন |
এবার ধনে,হলুদ, মরিচ গুড়া পেস্টের মতন করে মাছে মাখিয়ে পেঁয়াজ কুচি ছড়ান |
কড়াইতে পানি, লবন দিয়ে মসলা মাখানো মাছ ঢাকা দিয়ে কম আঁচে ১০ মিনিট রান্না করুন |
তারপর সাদা তেল অথবা অলিভ অয়েল ১ বড় চামচ গরম করে মাছে দিন |
মাছ তৈরী |

No comments:

Post a Comment