Saturday, April 24, 2010

চিকেন বিরিয়ানি



Ingredients:


পোলাও এর চাল ১ কেজি
হাড়বিহীন মুরগির মাংস ১ কেজি
পেয়াঁজবাটা ২ টেবিল চামচ
রসুনবাটা ১ টেবিল চামচ
আদাবাটা ৩ টেবিল চামচ
গরম মশলা
তেজপাতা পরিমানমত
গোলমরিচ গুড়া পরিমানমত
জয়ত্রীর গুড়া ১ টেবিল চামচ
টক দই ২০০ গ্রাম
লবন স্বাদমত
ঘি পরিমানমত
পেঁয়াজ কুচি বড় ৪ টা

How to make :

প্রথমে একটি হাড়ি চুলায় বসিয়ে ওটাতে অর্ধেক ঘি গরম করে বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে তুলুন |
তারপর মাংসগুলোকে সব মশলা দিয়ে মাখিয়ে ঘি এর মধ্যে ছেড়ে দিতে হবে |
সামান্য কষে নিয়ে ১/২ চা চামচ লবন দিয়ে পানি দিয়ে মাংস রান্না করে নিন |
তারপর পোলাও এর চাল ধুয়ে ঝরিয়ে নিন |
অন্য একটি হাড়ি চুলায় বসিয়ে ওতে ঘি গরম করে নিন |
তারপর তেজপাতা গরম মশলা ছেড়ে দিন এবং পোলাও এর চাল দিয়ে তাতে সামান্য লবন দিন |
পরিমানমত পানি দিয়ে পোলাও রান্না করা মাংসের উপর ছড়িয়ে দিন |
এইভাবে সব মেশানো হলে একটু গোলাপ পানি ছিটিয়ে দিন |
পরিবেশনের সময় সেদ্ধ ডিম কেটে ও কাজু বাদাম ছিটিয়ে পরিবেশন করুন |

No comments:

Post a Comment