Ingredients:
আনারসের রস ১ কাপ
ঠান্ডা পানি ১ কাপ
চিনি ২ চা চামচ
কাঁচামরিচ ১ টা কুচি করা
লেবুর রস ১ চা চামচ
How to make :
আনারসের রস করুন |
এখন রসের সাথে চিনি মিশিয়ে ৩০ মিনিট রাখুন |
এরপর পানি, লেবুর রস মেশান এবং মত চালুনিতে ছেঁকে রস বের করুন |
পরিবেশনের আগে ফ্রিজে রাখুন |
ফ্রিজ থেকে বের করে বরফ কুচি ও পুদিনার পাতা দিয়ে পরিবেশন করুন |
No comments:
Post a Comment