Thursday, April 22, 2010

ইলিশ পোলাও



Ingredients:


পোলাও এর চাল ২৫০ গ্রাম
ইলিশ মাছ ৮-১০ টুকরা
মরিচ গুড়া ১/৪ চা চামচ
কালোজিরা ১/৪ চা চামচ
লবন স্বাদমত
আস্ত শুকনো লাল মরিচ ৩-৪ তা
সর্ষের তেল ২ টেবিল চামচ

How to make:

পোলাও রান্না করে ঝরিয়ে নিন, পোলাও যেন এলটু শক্ত থাকে নয়তো খেতে স্বাদ লাগবেনা |
পোলাও একটা থালায় ছড়িয়ে রাখুন |
মাছের টুকরায় লবন, হলুদ, মরিচ গুড়া মাখিয়ে হালকা ভেজে তুলুন |
এবার ওই তেলেই কালোজিরে, শুকনো মরিচ ফোড়ন দিয়ে আঁচ কমিয়ে পোলাও টা দিয়ে দিন |
স্বাদমত লবন দিয়ে পোলাও টা আস্তে আস্তে মিশিয়ে নিন |
এবার মাছ ভাজাগুলো দিয়ে খুব সাবধানে মেশান |
দমে ২-৩ মিনিট রান্না করুন |
নামিয়ে পরিবেশন করুন |

No comments:

Post a Comment