খাসির মাংস আধা কেজি ( ছোট ছোট  করে)
 পোলাউ এর  চাল  ২ কেজি
 মুগডাল ১ পোয়া
 কাঁচা মরিচ ১০ টা
 আদা বাটা  ১ টেবিল চামচ
 রসুন বাটা ১ টেবিল চামচ
 মরিচ গুড়া ১ চা চামচ
 ধনে গুড়া ১/২ চা চামচ
 টক দই ১ কাপ
 দারুচিনি ৪ টুকরা
 এলাচ ৪ টুকরা
 ঘি আধা কাপ
 তেল ১ কাপ
 তেজপাতা ২ টা
 পেঁয়াজ কুচি ২ কাপ
 গরম পানি ১০ কাপ
 লবন স্বাদমত
How  to make :
  
খাসির মাংস ভালো করে ধুয়ে টক দই দিয়ে ৩০ মিনিট মাখিয়ে রাখতে হবে |
 এবার ১ চা চামচ আদা বাটা, আধা কাপ তেল, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ মরিচ  গুড়া, ১ চা চামচ লবন দিয়ে সেদ্ধ করে নিতে হবে |
 মুগডাল ঝেড়ে নিয়ে সামান্য ভেজে পোলাউ এর চালের সাথে ধুয়ে পানি ঝড়িয়ে রাখতে হবে  ৩০ মিনিট |
 এবার চুলায় হাড়ি দিয়ে সেই হাড়িতে ঘি ও তেল দিয়ে গরম করে প্রথমে এলাচ,  দারুচিনি, তেজপাতা দিয়ে ১ মিনিট ভেজে এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হলে চাল-ডাল  দিতে হবে |
 চাল-ডাল অনেকক্ষণ  ভাজতে হবে |
 এবার ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ধনে গুড়া দিয়ে আরো   ৫ মিনিট ভুনে সেদ্ধ খাসির মাংস ও লবন দিয়ে ভালো করে মিশিয়ে গরম পানি দিয়ে ঢেকে  দিতে হবে |
 চুলার আঁচ মাঝারি করে দিতে হবে |
 চাল সেদ্ধ হলে হাড়ি তাওয়ার উপর উঠিয়ে চুলা ঢিমা আঁচে দিয়ে তার উপর কাঁচা  মরিচ দিতে হবে সামান্য মুখ  চিরে এবং ঝরঝরা  হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে |
No comments:
Post a Comment