তরমুজ ১ টি
চিনি ২ কাপ
লেবুর রস প্রয়োজনমত
How to make :
তরমুজ কেটে বিচি ফেলে দিন |
কুচি কুচি করে কেটে চিনি দিয়ে ৩ থেকে ৪ ঘন্টা ঢেকে রাখুন |
কাটার সময় রস যেন পড়ে না যায় |
প্রতি গ্লাস তরমুজের শরবতে ২ চা চামচ হিসেবে লেবুর রস মেশান |
বরফ কুচি দিয়ে পরিবেশন করুন |
No comments:
Post a Comment