Monday, April 12, 2010

ফলের ফালুদা

Ingredients:

আপেল
কলা
পেঁপে
আম টুকরো করে কাটা ২ কাপ
ঘন দুধ ১ কাপ
আইসক্রিম প্রয়োজনমত
মধু ২ টেবিল চামচ
পেস্তা কুচি ২ চা চামচ
রুহ আফজা পরিমানমত
ওয়েফার বিস্কুট সাজানোর জন্য
মাওয়া ২ চা চামচ

How to make :

ঘন করে দুধ গুলিয়ে ঠান্ডা করে নিতে হবে |
ফুলগুলো মধু দিয়ে মাখিয়ে নিতে হবে |
২ টি গ্লাস এ ফলগুলো দিয়ে তার উপর ঘন দুধ দিতে হবে |
আইসক্রিম এর স্কুপ দিতে হবে |
এর উপর পেস্তা ও মাওয়া ছড়িয়ে দিয়ে রুহ আফজা দিতে হবে |
এবার ওয়েফার বিস্কুট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন |

No comments:

Post a Comment