Monday, April 12, 2010

সজনে চচ্চড়ি



Ingredients:

সজনে ডাঁটা ১০০ গ্রাম
পাকা মিষ্টি কুমড়ো ১ কাপ টুকরো)
বেগুন ১ টা (মাঝারি আকারের)
আলু ১ টা (মাঝারি আকারের)
ভাজা কুমড়োর বড়ি ৫/৬ টা
সরষে বাটা ২ টেবিল চামচ
হলুদ গুড়ো আধা চা চামচ
লবন স্বাদমত
গোটা সরষে আধা চা চামচ
শুকনো মরিচ গোটা ২ টা
কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
সর্ষের তেল ২ টেবিল চামচ

How to make :

কড়াইতে তেল দিয়ে সরষে ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে আলু আর বেগুন একটু ভেজে নিতে হবে |
হলুদ গুড়ো ও লবন দিয়ে এবার মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা ও কুমড়োর বড়ি (একটু ভাঙ্গা ভাঙ্গা) দিয়ে সরষে বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে কষিয়ে এক কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে |
সিদ্ধ হয়ে শুকনো চচ্চড়ি হয়ে গেলে নামিয়া নিতে হবে |

No comments:

Post a Comment