Ingredients:
মাংসের কিমা ৩০০ গ্রাম
রুই মাছ ৩০০ গ্রাম
পেঁয়াজ ৩ টা
আদা ১ টুকরা
পাতিলেবু ১ টা
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
আলু ৩ টা
ডিম ৪ টা
বিস্কুটের গুড়া পরিমানমত
লবন স্বাদমত
তেল পরিমানমত
How to make :
মাংসের কিমা পরিস্কার করে ধুয়ে অল্প ভাপিয়ে নিন |
২ টা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিন |
চুলাতে কড়াই দিয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে নিন |
কিমা ছেড়ে লবন দিয়ে নেড়েচেড়ে পুর তৈরী করুন |
আলু সেদ্ধ করে চটকে নিন |
রুই মাছ, লবন ও লেবুর রস দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে চটকে নিন |
চটকানো মাছের সাথে সেদ্ধ আলু মিশিয়ে তাতে আদা পেঁয়াজের রস, লবন, ধনেপাতা কুচি ও ১ টা ডিম ভেঙ্গে
দিন |
দিন |
এর সাথে অল্প ময়দা মেশাবেন |
এই মাখা থেকে অল্প নিয়ে কাটলেট এর আকারে গড়ুন |
ভেতরে কিমার পুর দিন |
ডিমে ভিজিয়ে বিস্কুটের গুড়া মিশিয়ে ডুবো তেলে ভেজে তুলুন |
গরম গরম পরিবেশন করুন |
No comments:
Post a Comment