Ingredients:
গরুর মাংস ১ কেজি
পেঁয়াজ মোটা মোটা করে কাটা ২৫০ গ্রাম
কাঁচামরিচ বড় টুকরো ১০/১২ টা
আদা বাটা ১ টেবিল চামচ
ধনে গুড়া ১ চা চামচ
এলাচ ২ টুকরা
দারুচিনি ২ টুকরা
তেজপাতা ২ টা
লং ৪ টা
গোলমরিচ ৫/৭ টা
ভিনেগার ৩ টেবিল চামচ
তেল আধাকাপ
লবন স্বাদমত
টেস্টিংসল্ট ১ চা চামচ
How to make :
মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ ছাড়া সব উপকরণ দিয়ে সামান্য তেল মেখে ১ ঘন্টা রেখে দিন |
হাঁড়িতে তেল গরম করে মাংস মাখাটা ঢেলে একটু কমিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিন |
সেদ্ধ হলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কষিয়ে পেঁয়াজটা নরম হয়ে উঠলে, মাখা মাখা হলে নামিয়ে আনুন |
No comments:
Post a Comment