Ingredients:
চিকেন কুচি ১ কাপ
ডিমের মেয়নেজ আধা কাপ
টমেটো ২ টা
ডিম সেদ্ধ ২ টা
কাজু বাদাম আধা কাপ
লেটুস পাতা ২ টা
মাখন ২ টেবিল চামচ
How to make :
বয়েল করা মুরগীর বুকের অংশ থেকে মাংসগুলো লম্বা লম্বা করে ছাড়িয়ে নিন |
মাখনে চিকেন ভেজে নিন |
সেদ্ধ ডিম কুচি করে কেটে নিন |
কিছুটা লেটুস পাতা কুচি করে কেটে নিইন |
টমেটোর কুচি করে কেটে নিন |
টমেটোর কুচি করে কেটে নিন |
এবার মুরগী, পেঁয়াজ, ডিম, মেয়নেজ টমেটোর এবং শশা মেশান |
কেশোনাট সালাদ রেডি |
No comments:
Post a Comment