Thursday, April 29, 2010

মুরগীর কোরমা



Ingredients:


মুরগী ১ টা ( ছোট টুকরা )
মিষ্টি দই ৪ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
পোস্ত বাটা ১ টেবিল চামচ
ঘি আধা কাপ
পেঁয়াজ কুচি আধা কাপ
লবন স্বাদমত
চিনি ইচ্ছেমত
মালাই ১ টেবিল চামচ

How to make :

ঘি, পেঁয়াজ কুচি ও মালাই বাদে সব একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিতে হবে |
এবার চুলায় ঘি দিয়ে পেঁয়াজ লাল হবার আগে মাখানো মাংস দিয়ে কষাতে হবে |
২-৩ বার কষিয়ে পানি দিতে হবে |
পানি শুকিয়ে আপনার পছন্দমত ঝোল থাকলে মালাই দিয়ে অল্প আনছে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে |

No comments:

Post a Comment