Monday, April 12, 2010

আম-তেঁতুলের শরবত

Ingredients:

আম কুচি ১ কাপ
তেঁতুলের কাথ ১ টেবিল চামচ
পুদিনাপাতা ১ চা চামচ
কাঁচা মরিচ ১ টা
চিনি ২ টেবিল চামচ
লবন সামান্য

How to make :

উপরের সবগুলো উপাদান একসঙ্গে blender এ দিয়ে ব্লেন্ড করতে হবে |
ওপরে বরফকুচি ও পুদিনাপাতা দিয়ে পরিবেশন করুন |

No comments:

Post a Comment