Wednesday, April 21, 2010

রসুন পুদিনা দিয়ে তেলাপিয়া ভাজা



Ingredients:


বড় তেলাপিয়া মাছ
রসুন ও পুদিনা একসাতে বাটা
হলুদ গুড়া ১ টেবিল চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
লবন স্বাদমত
আস্ত কাঁচা মরিচ ৪-৫ টা
পেঁয়াজ গোল গোল করে কাটা ২/৩ টা
তেল পরিমানমত

How to make :

প্রথমে মাছ কেটে তা লবন দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে |
পানি ঝরে গেলে মাছে একে একে রসুন পুদিনা বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া ও লবন ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে |
একটি ফ্রাইপেন এ বেশী করে তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে প্রথমে আঁচ কমিয়ে রাখতে হবে |
তারপর আঁচ বাড়িয়ে মাছগুলো এপিট ওপিট করে কড়া করে লাল করে ভেজে টিস্সু পেপার এ তুলে রাখতে হবে |
সার্ভিং ডিস এ সাজিয়ে পরিবেশন করুন |

No comments:

Post a Comment