Tuesday, April 13, 2010

আমের ভর্তা

Ingredients:

আম কুচি ১ কাপ
কাসুন্দি ১ টেবিল চামচ
শুকনা মরিচ ২ টা (টালা গুড়া)
লেবুর রস ১ চা চামচ
লবন স্বাদমত
চিনি স্বাদমত

How to make :

আম কুচি কুচি করে কেটে নিতে হবে |
লবন মাখিয়ে চিপে পাবনি ফেলে দিতে হবে |
এবার বাকি সব মিশিয়ে ভর্তা বানাতে হবে |

No comments:

Post a Comment